ব্যাংকের কর্মকর্তা সেজে মাস্টার ও ভিসা কার্ড ব্যবহারকারীদের কাছে ফোন দিয়ে তথ্য হালনাগাদের নামে পিন নম্বর নিয়ে নেন। এরপর গ্রাহকের কাছে ওটিপি কোড পাঠিয়ে কৌশলে আসল ওটিপি কোড সংগ্রহ করে বিকাশ অ্যাপের মাধ্যমে ‘অ্যাড মানি’করে টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
ইবিএল চাটার্ড লাইফ ইন্সুরেন্স কো-ব্র্যান্ড ভিসা কার্ড চালু হয়েছে। একটি উদ্বোধনী অনুষ্ঠানে মাধ্যমে এই ব্যভস্থা চালু করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আজকাল আর পকেটভর্তি নগদ টাকা নিয়ে দূরে ভ্রমণ করার দরকার পড়ে না। মানিব্যাগের একপাশে গুঁজে রাখা ছোট্ট একটি ইলেকট্রনিক চিপ বসানো পলিমারের কার্ড থাকাই যথেষ্ট। দু-একশ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত এই কার্ড ঘষেই লেনদেন করা সম্ভব।